ফেইসবুকের ম্যাসেজ, বন্ধুদের স্ট্যাটাস, ছবি ট্যাগ,কমেন্ট সবই চলে আসবে আপনার মোবাইলের sms এ।পুরা ফ্রী !

ব্যাপারটা বোধহয় বেশ পুরনো।তারপরও যারা না জানে তাদের জন্য এই পোস্ট।আর বিজ্ঞান বাংলায় এটি নিয়ে কোন পোস্ট না থাকায় এটি নিয়ে লিখছি।যাই হোক,এটি Facebook এর একটি ফ্রী সেবা।নাম facebook mobile।এটির মাধ্যমে আপনার মোবাইলে চলে আসবে আপনার Facebook এর massage,coment, photo tag ইত্যাদি।এবার ঝটপট করে ফেলা যাক-
  1. প্রথমে আপনার Facebook account এ লগ ইন করুন
  2. এবার account settings এ যান
  3. এবার বাম পাশের থেকে mobile select করুন
  4. এখন নিচে দেখুন facebook mobile lলেখা আছে ।সেখানে clik করুন
  5. এবার get the app
  6. তারপর আপনার mobile number টি এড করুন ।
  7. এবার আপনার জন্য একটি conformation code send করা হয়েছে ,এটি আপনি ইন্টার করে confirm করুন ।
  8. এবার আপনার মোবাইল নাঃ সেট করা হয়ে গেল।আর যদি মোবাইল নাঃ আগেই সেট করা থাকে তাহলে এটি করা লাগবে না।এখন দেখুন সবুজ বাটনে লিখা activate text messaging। সেখানে clik করুন।এবং ধাপ গুলো অনুসরন করুন।(প্রথমে আপনার ক্যারিয়ার নির্বাচন করুন পরে যে নাম্বারে F লিখে  এসএমএস করতে বলা হয়েছে সে নাম্বারে এসএমএস করুন)
  9. তারপর conformation code পেলে সেখানে দিন।এবার next করে পক্রিয়াটি শেষ করুন ।
আশা করি সবাই করতে পেরেছেন।
বিঃ দ্রঃ অনেক সময় ফেইসবুকের এর সার্ভারে সমস্যার কারনে এসএমএস পেতে দেরি হতে পারে।তবে কয়েক ঘণ্টা পরে এলে কোড দিয়ে দিবেন।আর এখন মোবাইল থেকে মোবাইল নাম্বার দিয়ে (email এর পরিবর্তে  mobile number দিলে) ফেইসবুক খুললে এটা একাই active হয়।
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Solution - All Rights Reserved
Template Created by CHOION