ছবি রিসাইজ করার দারুণ সফটওয়্যারঃ Riot

আজ আপনাদেরকে দারুণ কাজের একটি পোর্টেবল সফটওয়্যারের কথা জানাব। খুবই ছোট সাইজের হলেও Riot (Radical Image Optimization Tool) সফটওয়্যারটির কাজের পরিধি অনেক বড়। সাধারণত আমাদের বেশিরভাগের কম্পিউটারেই প্রচুর ছবি থাকে। অনেক ছবি থাকে যেগুলো ডিজিটাল ক্যামেরায় তোলা। তাই এসব ছবি সাইজেও অনেক বড় হয়। এরকম ১-২টা করে সবগুলো ছবি অনেক জায়গা নিয়ে ফেলে আমাদের হার্ডডিস্কের। এখন আমরা না পারি ছবিগুলো পিসি থেকে ডিলিট করে ফেলতে, আবার এগুলোর সাইজের কারণে বেশ চিন্তায় পড়ে যেতে হয় আমাদের। আমাদের এই সমস্যার সমাধান নিমিষেই করে দিবে এই riot  সফটওয়্যারটি।
সাধারণত অন্যান্য ছবি রিসাইজ সফটওয়্যার ব্যবহার করলে ছবির কোয়ালিটি অনেকখানি নষ্ট হয়ে যায়। কিন্তু riot ছবির কোয়ালিটি প্রায় অপরিবর্তিত রেখে ছবিকে রিসাইজ এবং কম্প্রেস করে অনেক কম সাইজ করে করে ফেলতে পারে। যার ফলে ছবিটির মানও অক্ষুন্ন থাকল, আবার সাথে সাথে হার্ডডিস্কের জায়গাও বেঁচে গেল। সফটওয়্যারটির ডাউনলোড লিংকঃ
আশা করি সফটওয়্যারটি আপনাদের ভালো লাগবে।
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Solution - All Rights Reserved
Template Created by CHOION