অদৃশ্য ফোল্ডার (Invisible Folder) তৈরি করা

আমরা আমাদের প্রয়োজনে অনেক নতুন ফোল্ডার তৈরি করি । কিন্তু Hide না করলে প্রত্যেক ফোল্ডারই দেখা যাবে। Hide না করেও এমন ফোল্ডার তৈরি করা যায় যা দেখা যায় না । এখন আমরা দেখব কিভাবে এই অদৃশ্য ফোল্ডার তৈরি করা যায় ।
প্রথমে আমাদেরকে নাম ছাড়া ফোল্ডার তৈরি করতে হবে ।
নাম ছাড়া ফোল্ডার তৈরির নিয়ম :
১. প্রথমে একটি New Folder তৈরি করতে হবে ।
২. New Folder টির উপর Mouse এর Right button এ click করে Rename এ click করতে হবে ।
৩. Backspace চেপে New Folder নামটি কাটতে হবে ।
৪. তারপর কিবোর্ডের ALT key চেপে ধরে রেখে কিবোর্ডের সর্ব ডানে NUM pad এ ক্রমানুসারে 2 5 5  চাপতে হবে ।

৫. তারপর Enter এ click করলেই নাম ছাড়া ফোল্ডার তৈরি হয়ে যাবে ।
এবার আমরা দেখব কিভাবে ফোল্ডারে blank ICON দিতে হয় ।
১. ফোল্ডারটির উপর Mouse এর Right button এ click করে Properties এ click করতে হবে।
২. ডান দিকের Customize Option এ click করতে হবে।
৩. Change Icon option এ click করতে হবে।
৪. তারপর right arrow চিহ্নিত Button এ click করে কিছু Blank icon আছে তা খুজে নিতে হবে এবং তার উপর click করতে হবে।

৫. তারপর ok দিয়ে বেরিয়ে আসলেই আমরা দেখব যে ফোল্ডারটি আর দেখা যাচ্ছে না।
এখন পূর্বে যেখানে ফোল্ডারটি ছিল সেখানে Mouse এর Pointer নিলে দেখা যাবে যে এখানে একটি ফোল্ডার আছে। নয়ত ফোল্ডারটি দেখা যাবে না।
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Solution - All Rights Reserved
Template Created by CHOION