Android Phones এবং Tablets এ স্ক্রিনশট নিন

Android এর উপর একটি স্ক্রিনশট নেওয়া সহজ | কিন্তু এক এক স্মার্ট phone এ এক এক রকম|

পদ্ধতি ১:অ্যানড্রইড 4.0 এবং তার উপর এর version গুলোতে  স্ক্রিনশট নিতে  প্রথম এবং সবচেয়ে সহজ পদ্ধতি হল 1 থেকে 2 সেকেন্ডের জন্য একই সময়ে আপনার অ্যান্ড্রয়েড ফোন এর পাওয়ার এবং ভলিউম ডাউন বাটন চাপুন. তারপর আপনি একটি শাটার শব্দ শুনতে হবে এবং পর্দা ফ্ল্যাশ হবে |

দ্রষ্টব্য: এই পদ্ধতি কাজ করবে - মাইক্রোম্যাক্স, কিছু স্যামসং এবং অন্যান্য ফোনের. তার এছাড়াও আপনি ভিডিও বাজানোর সময় ও  স্ক্রিনশট নিতে  পারবেন |


চয়ন
পদ্ধতি ২:দ্বিতীয় পদ্ধতি খুব সহজ. এই পদ্ধতি অনেক স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইলে কাজ করবে| 1 থেকে 2 সেকেন্ডের জন্য একই সময়ে আপনার অ্যান্ড্রয়েড ফোন এর হোম বাটন এবং পাওয়ার বাটন চাপুন|
চয়ন

পদ্ধতি ৩: কিছু কিছু mobile এ 'Take a screenshot' এই option টি পাওয়া যায় , phone এর power button এ চাপলে এই option টা আসবে |

 চেষ্টা করে দেখুন|
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Solution - All Rights Reserved
Template Created by CHOION