print this page

এন্ড্রয়েড ডিভাইসে বিজ্ঞাপন থেকে মুক্তি!

বিজ্ঞাপন বা এড – এ নিয়ে নূতন করে কিছু বলার নেই, এই শব্দটি ইন্টারনেট জগতে একটি বিরক্তির নাম! তাই চলুন একটু আলোচনা করে দেখি কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়। বেশ কিছু অ্যাপ আছে যা আপনাকে বিজ্ঞাপনের হাত থেকে মুক্তি দিতে পারে। তার মধ্যে অন্যতম একটি “Adblock Plus”। কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কিভাবে এই অ্যাপটি ইন্সটল ও কনফিগার করবেন আপনার ডিভাইসে।
block-ads-on-Android_cover
পূর্ব প্রস্তুতি ও ডাউনলোডঃ
১। ডিভাইসের Settings থেকে Unknown sources অপশনটি enable করে নিন
২। এইখানে ক্লিক করে অথবা http://goo.gl/L4R4UR থেকে  অ্যাপটি ডাউনলোড করে কার্ডে রাখুন  –
৩। যে কোন ফাইল ম্যানেজার ব্যাবহার করে ডাউনলোড কৃত অ্যাপটির লোকেশনে গিয়ে অ্যাপটি ইন্সটল করুন
unknown-sources4adblock-install1
নেটওয়ার্ক কনফিগারঃ
এখন আপনি যে নেটওয়ার্কটি ব্যাবহার করছেন তার লোকেশনে গিয়ে নিচের পদ্ধতি অনুসরণ করুন
১। Settings > Wireless and networks > your network name (WiFi)
২। “your network name” এইখানে আপনার নেটওয়ার্কের নামের উপর চাপ দিয়ে ধরে রাখুন যতক্ষণ না Modify network অপশনটি আসছে
৩। Modify network অপশনটি নির্বাচন করে Show advanced options টি সক্রিয় করুন
৪। Proxy settings থেকে Manual নির্বাচন করুন
৫। Proxy hostname এ localhost লিখুন
৬। ইতিমধ্যে আপনার নোটিফিকেশন বারে একটি Adblock Plus notification চলে আসবে পোর্ট নাম্বার সহ। ঐ নাম্বারটি Proxy port এ বসিয়ে দিন
৭। সেইভ করে বেরিয়ে আসুন।
proxy-settingsproxy-port
proxy-saveport_notification_3
অ্যাপ কনফিগারঃ
এবার আপনি আপনার পছন্দ মত অ্যাপটি সেটিং করে নিন। সুবিধার জন্যে নিচে কিছু স্ক্রীন সর্ট দেওয়া হলোঃ
adblock-subscriptionadblock-acceptable-ads1
adblock-hide-iconadblock-boot1
adblock-on1
উদাহরণঃ
Adblock Plus নিস্ক্রিয় অবস্থায়
without-adblock
Adblock Plus সক্রিয় অবস্থায়
with-adblock
0 comments

কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ।

কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) হিসেবে ওয়ার্ডপ্রেস বেশ জনপ্রিয়।  ইন্টারনেটে আউটসোর্সিংয়ের কাজ   যেখানে পাওয়া যায় সেই মার্কেটপ্লেসগুলোতেও ওয়ার্ডপ্রেসের অনেক কাজ থাকে।ওয়েবসাইট তৈরির জন্য তুলনামূলক অনেক সহজ হলো ওয়ার্ডপ্রেস। কারণ, এর মাধ্যমে অনেক সহজেই ওয়েবসাইট তৈরি করা যায় কোনো রকম প্রোগ্রামিংয়ের ধারণা ছাড়াই। ওয়ার্ডপ্রেস শেখার জন্য আপনার কম্পিউটারে xampp সফটওয়্যারটি ইনস্টল করে তারপর ওয়ার্ডপ্রেস ইনস্টল করে চর্চা করতে পারেন।
ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমে http://abcomputertips.blogspot.com/2013/04/installing-wordpress.html ঠিকানা থেকে xampp সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করুন। তারপর ইন্টারনেট ব্রাউজার ওপেন করে http://localhost/phpmyadmin ঠিকানা থেকে Databases-এ ক্লিক করুন। এখন Create database-এ কোনো নাম (যেমন database) লিখে Create বাটনে ক্লিক করুন। তাহলে database নামে একটি ডেটাবেস তৈরি হয়ে যাবে।
এখন http://wordpress.org/download ঠিকানা থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে আনজিপ করে সি ড্রাইভের htdocs (C:/xampp/htdocs) ফোল্ডারের ভেতরে পেস্ট করুন। এখন আবার ইন্টারনেট ব্রাউজার ওপেন করে http://localhost/wordpress/ ঠিকানায় যান। তারপর Create a Configuration File বাটনে ক্লিক করুন। তারপর Let¤s go! বাটনে ক্লিক করুন। নতুন পেজ ওপেন হলে Database Name-এ আপনার ডেটাবেসের নাম (database) লিখুন। User Name-এ root লিখুন। Password-এ কোনো কিছু লেখার দরকার নেই। আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। এখন Submit বাটনে ক্লিক করুন। তারপর Run the install বাটনে ক্লিক করুন। নতুন পেজ ওপেন হলে Site Title-এ কোনো কিছু লিখুন। Username-এ admin এবং Password-এ দুবার পাসওয়ার্ড লিখুন। Your E-mail-এ আপনার ই-মেইল আইডি লিখুন। এখন Install Wordpress-এ ক্লিক করুন। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। এখন ওয়ার্ডপ্রেসে লগইন করার জন্য http://localhost/wordpress/wp-login.php ঠিকানায় যান। এখানে Username-এ admin এবং Password-এ আপনার দেওয়া পাসওয়ার্ড লিখে Log In বাটনে ক্লিক করুন। তাহলে ওয়ার্ডপ্রেসে লগইন হয়ে যাবে। তারপর ড্যাসবোর্ড থেকে পছন্দমতো করে পোস্ট, পেজ যোগ করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটি সাজাতে পারেন।
0 comments

ফেসবুকে স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপন বন্ধ করার নিয়ম ।

ডেস্কটপে ভিডিও অপশনডেস্কটপে ভিডিও অপশনফেসবুক সম্প্রতি ব্যবহারকারীদের কাছে বিরক্তিকর ভিডিও বিজ্ঞাপন দেখাচ্ছে। ডেস্কটপ বা মোবাইল থেকে ফেসবুকে সাইন-ইন করলে কিছু বিরক্তিকর ভিডিও বিজ্ঞাপন স্বয়ংক্রিয় চালু হয় এবং ব্যবহারকারীকে তা দেখতে বাধ্য করে। এটা বন্ধ করা একমাত্র পথ হচ্ছে একবারে এটি বন্ধ করে দেওয়া। প্রযুক্তি বিষয়ক পরামর্শক সাইট লাইফহ্যাকারের বিশেষজ্ঞ হুইটসন গর্ডন এই স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপন বন্ধ করার পদ্ধতির বর্ণনা দিয়েছেন।
ডেস্কটপের ক্ষেত্রে:১. ফেসবুকে লগ ইন করুন। ডান দিকে সেটিংস অপশনে যান।
২. বাঁ দিকে স্ক্রল করে নিচে এলে সবার শেষে ভিডিও অপশনটি পাবেন।
৩. ভিডিও অপশনটির ওপর ক্লিক করে বন্ধ করে দিন। এরপর আর ভিডিও বিজ্ঞাপন স্বয়ংক্রিয় চালু হবে না। মজিলা ও ফায়ারফক্স ব্রাউজারে নিয়ম একই।মোবাইলে ভিডিও অপশন
মোবাইলে স্বয়ংক্রিয় ভিডিও অপশন বন্ধ করার নিয়ম
১. সেটিংসে যান২. ফেসবুক অপশন খুঁজে না পাওয়া পর্যন্ত স্ক্রল করুন এবং খুঁজে পেলে তা ট্যাপ করুন
৩. ফেসবুক আইকনের নিচে সেটিংসে যান।
৪. ‘অটো প্লে অন ওয়াই-ফাই অনলি’ চালু করুন। এতে আপনি কেবল ওয়াই-ফাই নেটওয়ার্কে গেলে তবে স্বয়ংক্রিয় ভিডিও দেখাবে আর অন্য সময় তা দেখাবে না।
0 comments

এক কম্পিউটারে দুই মনিটর ।

অনেক কাজ একসঙ্গে করতে গেলে কম্পিউটারের মনিটরে আরও একটু বেশি জায়গা থাকার প্রয়োজনীয়তা বোঝা যায়। কম্পিউটারে বাড়তি আরেকটা মনিটর জুড়ে দিয়ে এই অভাবটা পূরণ করা যায়। তবে ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটারের জন্য কাজটা একটু আলাদাভাবে করতে হয়।
ডেস্কটপ কম্পিউটার: বেশির ভাগ আধুনিক গ্রাফিকস কার্ডই দুই বা এর বেশি মনিটর সমর্থন করে। এমনকি মাদারবোর্ডের সঙ্গে থাকা (বিল্ট-ইন) অবস্থায় যে গ্রাফিকস কার্ড থাকে, সেটিও দুটি মনিটর সমর্থন করতে পারে। নিশ্চিত হওয়ার জন্য কম্পিউটারের পেছনে কয়টি ভিডিও পোর্ট আছে তা দেখতে হবে। প্রয়োজনে মাদারবোর্ড বা গ্রাফিকস কার্ডের নির্দেশিকা (ম্যানুয়াল) দেখে নিতে পারেন।
ল্যাপটপ কম্পিউটার: প্রায় প্রতিটা ল্যাপটপের সঙ্গে আলাদা করে ভিজিএ পোর্ট, এইচডিএমআই বা ডিসপ্লে পোর্ট থাকে। এই পোর্টে মনিটরের তার সংযুক্ত করতে হবে। ল্যাপটপের পর্দা (বিল্ট-ইন) তো সচল থাকবেই, পাশের মনিটরেও দেখা যাবে।
কীভাবে করবেন: উইন্ডোজকে বলে দিতে হবে কোন মনিটর কীভাবে নিয়ন্ত্রিত হবে। ডেস্কটপের খালি জায়গায় ডান ক্লিক করে Screen resolution নির্বাচন করুন। নতুন যে উইন্ডো আসবে, সেটির ডান পাশে ওপরে Detect-এ ক্লিক করলে নতুন মনিটরটি সংযুক্ত হবে। এবার Multiple displays মেনু থেকে Extend these displays নির্বাচন করতে হবে। 
একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, কোন মনিটর ডানে আর কোনটি বাঁয়ে সেটি নির্বাচন করা যাবে তা এই উইন্ডোর ওপরের দিকের দুটি মনিটর আইকনের একটিকে মাউস ধরে টেনে (ড্র্যাগ) বাঁয়ে বা ডানে সরিয়ে দিয়ে। আর যে মনিটরে টাস্কবার আর স্টার্ট বাটন রাখতে চান, সেটি নির্বাচন করতে হলে ওপরের এক নম্বর বা দুই নম্বর মনিটরটি ক্লিক করে নিচের Make this my main display-এ টিক দিয়ে ওকে করুন। অপশনটি ঝাপসা থাকলে বুঝতে হবে ইতিমধ্যে সেটি প্রধান মনিটর হিসেবে নির্বাচন করা আছে। এবার খুলে রাখা কোনো ফাইল বা উইন্ডো প্রথম মনিটরটি থেকে মাউস দিয়ে টেনে ধরে ডানে বা বাঁয়ে সরিয়ে দিলে সেটি অপর মনিটরটিতে চলে যাবে। 
0 comments

বানিয়ে নিন নিজের প্রক্সি (Proxy) সার্ভার |

বাংলাদেশে এখনো ইন্টারনেট যোগাযোগের ক্ষেত্রে সীমিত ব্যান্ডউইথ এবং ধীরগতি একটা সমস্যাই বটে। তবে এই সীমাবদ্ধতা কাটানো যায় ওয়েব ক্যাশিং প্রক্সি সার্ভার তৈরি করে। ক্যাশিং প্রক্সির কাজ হলো যে ওয়েব পেজ দেখা হয়েছে বা হচ্ছে তা ক্যাশ মেমোরিতে সংরক্ষণ করে রাখা এবং আবার ওই পেজ খুললে সেখান থেকেই দ্রুত সরবরাহ করা। এর ফলে ব্যান্ডউইথ সাশ্রয়ের পাশাপাশি দ্রুতগতিতে ওয়েব পেজ দেখা সম্ভব হয়। এর জন্য প্রয়োজন হবে Squid Caching Proxy নামে একটি মুক্ত সফটওয়্যার প্যাকেজ। ডাউনলোড করতে হবে http://goo.gl/orm7WL ঠিকানার ওয়েবসাইট থকে। এর আকার ২ মেগাবাইট।
স্কুইড ২.৭ সংস্করণের জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করে squid ফোল্ডারটিকে কপি করে C:\Windows Folder  এ রাখুন। squid ফোল্ডারে etc নামে আরেকটি সাবফোল্ডারে চারটি কনফিগারেশন ফাইল আছে। এগুলোকে Rename করে নামের শেষে .default ফাইল এক্সটেনশন মুছে শুধু .conf পর্যন্ত রাখতে হবে। তারপর squid.conf ফাইলটি নোটপ্যাড দিয়ে খুলে একটু সম্পাদনা করতে হবে। squid ফাইলটি নোটপ্যাডে খোলা অবস্থায় Ctrl+F চেপে Find বক্সে লিখুন http_access deny all এবং দুবার এন্টার করুন।
লক্ষ করুন, হাইলাইট করা লাইনটির আগে কোনো # চিহ্ন নেই। এখানে deny শব্দটি পরিবর্তন করে লিখুন http_access allow all এবং সেভ করুন। এবার স্টার্ট বাটনে ক্লিক করে সার্চ বক্সে cmd লিখে কমান্ড প্রম্পট টুলসটি এলে তাতে রাইট বাটন চেপে Run as administrator দিয়ে খুলুন। সেখানে প্রথমে 
cd c:/squid/sbin লিখে এন্টার করুন। তারপর squid -i লিখে এন্টার চাপলে এই প্যাকেজটি উইন্ডোজ সার্ভিস হিসেবে রেজিস্ট্রিতে ঢুকে যাবে। এখন squid -z লিখে এন্টার চাপতে হবে। এবার স্টার্ট বাটনে ক্লিক করে সার্চ বক্সে Services লিখে এন্টার করুন। সেখান থেকে Squid খুঁজে বের করে দুই ক্লিক করে খুলুন। স্টার্টআপ টাইপ Automatic এবং সার্ভিস স্ট্যাটাস Start করে ওকে করুন।
ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্স হলে Firefox>Options>Options>Advanced> Network>Settings-এ গিয়ে Manual Proxy Configuration নির্বাচন করে Http Proxy বক্সে লিখুন localhost এবং পোর্ট বক্সে লিখুন ৩১২৮ (স্কুইড সেবার পূর্বনির্ধারিত পোর্ট হলো ৩১২৮)। Use this proxy server for all protocols-এ টিক দিয়ে ওকে করুন। আর ইন্টারনেট এক্সপ্লোরার হলে Tools>Internet Options>Connections>LAN Settings>Proxy Server-এ টিকচিহ্ন দিয়ে অ্যাড্রেস বক্সে localhost এবং পোর্ট ৩১২৮ লিখে ওকে করুন। তৈরি হলো নিজস্ব ওয়েব ক্যাশিং প্রক্সি সার্ভার, স্কুইড।
যদি একাধিক কম্পিউটার ল্যানে (লোকাল এরিয়া নেটওয়ার্ক) যুক্ত থাকে তাহলে অন্যান্য কম্পিউটারে একইভাবে প্রক্সি সেটিং পরিবর্তন করে শুধু localhost এর বদলে স্কুইড যে কম্পিউটারে কনফিগার করা আছে তার আইপি ঠিকানা ব্যবহার করতে হবে। প্রক্সি সার্ভার ব্যবহার করতে না চাইলে ব্রাউজারের সেটিংস আবার আগের মতো করে দিন। স্কুইড সেবাটি উইন্ডোজ রেজিস্ট্রি থেকে মোছার প্রয়োজন হলে Administrator হিসেবে কমান্ড প্রম্পট খুলে সেখানে sc delete squid লিখে এন্টার করলে সেবাটি মুছে যাবে।
0 comments

আপনার ব্লগার ব্লগে ইউটিউব ভিডিও প্লেয়ার এড করুন খুব সহজেই

শুরুতেই আপনার ব্লগ পোস্টে ভিডিও এড করার জন্য আপনার ইউটিউব ভিডিও টির Share এ ক্লিক করে Embed এ ক্লিক করে
নিম্নোক্ত কোড টি কপি করুন। আপনি এখানে আপনার ভিডিওর সাইজ কম-বেশি করতে পারবেন।

তারপর উক্ত কোড টি আপনার পোস্টে html এ পজিশন অনুযায়ী এড করুন ।
এবার দেখুন ভিডিও আপনার পোস্টে এড হয়েছে ।
0 comments

জিমেইল এ মেইল প্রেরকের নাম যেভাবে পরিবর্তন করা যায়

আপনার ওয়েব ই-মেইল অ্যাকাউন্টসে প্রেরকের নাম পরিবর্তন করতে পারেন সহজেই। আপনি যখন ই-মেইল অ্যাকাউন্ট খোলেন, তখন আপনার প্রোফাইলের তথ্য পূরণ করতে নাম ব্যবহার করেন। যখন ওই অ্যাকাউন্ট থেকে কোনো মেইল পাঠানো হয়, তখন প্রেরক হিসেবে নাম দেখা যায়। এ নামটি কখনো কখনো পরিবর্তন করার প্রয়োজন পড়ে। জিমেইল, ইয়াহু মেইল কিংবা আউটলুকে নাম পরিবর্তন করার সুবিধা রয়েছে। 
জিমেইলে নাম পরিবর্তন
প্রথম ধাপ: মেইলের ডান দিকে কোনার দিকে ‘গিয়ার’ আইকনে ক্লিক করে ‘সেটিংস’ নির্বাচিত করুন।
দ্বিতীয় ধাপ: ‘অ্যাকাউন্টস’ ট্যাবটি নির্বাচিত করুন এবং ‘সেন্ড মেইল অ্যাজ’ বিভাগটির ডান দিকে ‘এডিট ইনফো’ লিংকটি নির্বাচন করুন।
তৃতীয় ধাপ: বক্সের মধ্যে আপনি নতুন যে নাম চান তা লিখে ফেলুন এবং ‘সেভ চেঞ্জ’ ক্লিক করে নামটি সেভ করে ফেলুন।
ভিডিও দেখার লিংক:  http://youtu.be/CoJVR4Jon6Y

0 comments
 
Copyright © 2014. Solution - All Rights Reserved
Template Created by CHOION