নোটিফিকেশন ঝক্কি এড়াবেন যেভাবে

অ্যান্ড্রয়েডয়ের ক্ষেত্রে ফেইসবুক মেসেঞ্জারের নোটিফিকেশান সেটিংসে পরিবর্তন আনা যাবে। প্রথমে ডিভাইসের মেইন সেটিংস মেন্যুতে যেতে হবে, তারপর নিচে অ্যাপস মেন্যুতে গিয়ে মেসেঞ্জার অপশনে ‘শো নোটিফিকেশন’ অপশনটি আনচেক করতে হবে।
এতে পুশ নোটিফিকেশন বন্ধ হলেও ‘চ্যাট হেড’ বন্ধ করতে হবে অ্যাপটির মাধ্যমেই।
মেসেঞ্জার সেটিংস মেন্যু থেকে ‘নোটিফিকেশন’ অপশনে যেতে হবে, তারপর ‘চ্যাট হেডস’ অপশন থেকে ‘অফ’ সিলেক্ট করতে হবে।
এতে সময়ে অসময়ে ফেইসবুক মেসেঞ্জারের নোটিফিকেশানের আওয়াজ আর ভাইব্রেশন বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে না। তবে অ্যাপটির মূল মেসেজ ট্যাবে ঠিকই থাকবে নোটিফিকেশানগুলো। অ্যাপটি চালু না করা পর্যন্ত চোখে পড়বে না নোটিফিকেশান।

Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Solution - All Rights Reserved
Template Created by CHOION