ফোল্ডার Lock করুন সফটওয়ার ছাড়া Notepad এর মাধ্যমে!!!!

অনেকে Computer এর ডাটা( তথ্য ) অন্যের হাত থেকে নিরাপদে রাখার জন্য বিভিন্ন
Folder Locker ব্যবহার করে থাকে । আর এ ধরনের সফটওয়ার ব্যবহার করার জন্য Software Download,install, করতে হয়। আমি আপনাদের জন্য একটি ভিন্ন Tricks নিয়ে এসেছি, যাহা আপনি Software ছাড়া Notepad এর মাধ্যমে Folder Lock করতে পারবেন। চলুন কিভাবে কাজটা করতে হয়, এর জন্য নিচের Tricks গুলো দেখুন আর কাজ শুরু করে দেন।
প্রথমে আপনার Notepad টা Open করুন। তারপর নিচের কোড লিখুন বা এখান থেকে Copy করে Past করুন Notepad এর মধ্যে।
cls
:End
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==choionnt goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
69
উপরের ব্যাচে (if NOT %pass%==choionnt goto FAIL) এই কোড এর মধ্যে Password হচ্ছে (choionnt)। আপনি ইচ্ছা করলে এ Password টা পরিবর্তন করতে পারবেন। আপনার ইচ্ছা মত যে Name & Number ব্যবহার করতে পারবেন।
এখন এই ব্যাচ ফাইলটি Save করুন আপনার ইচ্ছে মত যে কোন নামে, তবে ফাইলটির Extension হতে হবে (.bat) । দেখন নিচের চিত্রের মত। আমি এখানে File টির নাম দিয়েছি choionnt এবং Extension সহ এর নাম দিয়েছি (choionnt.bat).

Save করার পর নিচের চিত্রের মত .bat ( System) File তৈরি হবে।

আপনি যেখানে .bat ফাইলটি Save করেছেন সেখান থেকে ঐ File তা Double Click করেন। তাহলে সেখানে আপনি Lock Folder নামের আর একটি ফাইল দেখবেন। নিচের চিত্রের মত।
Lock Folder এ আপনি আপনার ডাটা রাখন, যেগুলো আপনি Lock করে রাখতে চান।
এখন আবার .bat ফাইল এর pop-up মেনুতে Click করুন File Lock করার জন্য Y চাপন Enter করুন। নিচের চিত্রে দেখুন।

তারপর Password লিখে Enter করুন। নিচের চিত্রে দেখুন।

এখন দেখুন আপনার Lock File টা সেখানে নেই সেখান থেকে Lock File টা Hit হয়ে গেছে । choionnt.bat ফাইলটা ব্যতীত।
আবার ফোল্ডারটি Unlock করার জন্য উপরের একই নিয়ম ব্যবহার করুন। Unlock করার জন্য N ব্যবহার করুন, password একই থাকবে। যখন আপনি Password দিয়ে Enter করবেন , তখন Lock ফোল্ডার টা Open হবে, যেখানে আপনি Data রেখেছেন।
আপনি Lock folder এ ফাইল আর রাখতে পারবেন, কমাতে পারবেন এতে কোন সমস্যা হবে না।
[ সব কাজ শেষে .Bat ফাইলটা Hit বা Icon পরিবর্তন করে নিবেন, তা না হলে .Bat file টা Edit করে Password যেনে নিবে]
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Solution - All Rights Reserved
Template Created by CHOION