আপনার মোবাইলটি অবশ্যই নেট কানেক্ট থাকতে হবে। আমার লিখা বুঝতে সমস্যা হলে স্কিনসট দেখে নিবেন। প্রথমে সেটিং এগিয়ে about device এ যান।
তারপর নিচের মত software update এ ক্লিক করুন।


update now তে ক্লিক করুন। তার আগে নিচের ছবির মত টিক চিহ্ন টা তুলে দিন।

এরপর ok করুন। মোট ৩৫০ এমবি লাগবে । আপডেট নেওয়ার পরে রিস্ট্রাট চাইবে রিস্ট্রাট দিন।



আপডেট হয়ে গেলে ২য় চিত্রের মত android version 4.4.2 হয়ে গেছে। আপনার মোবাইলটি অনেক ফাস্ট কাজ করছে। কাষ্টম রুম থেকে অফিসিয়াল অনেক ভাল ওয়ারেন্টি পাবেন । আর একটি কথা version kitkat হলেও আপনার থিম, আইকোন, ইত্যাদি কোন পরিবর্তন হবে না।
Post a Comment