মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিভাবে যোগ, বিয়গ, গুনন, ভাগ, গড়, পার্সেন্টিজ, সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা বের করা যায়। তাহলে চলুন দেখা যাক:-
যোগের সূত্রঃ
দুটি সেল পাশাপাশি থাকলে তা নিন্মের পদ্ধতি অনুসারে যোগটি করতে হবে। যেই সেলে যোগফল নামানো হবে সেই সেলে কারসার পয়েন্টার রেখে সুত্র প্রয়োগ করতে হবে।
সুত্রঃ =(a1+b1) এন্টার কী প্রেস করতে হবে।

দুই বা ততোধিক সংখ্যা নিচে নিচে থাকলে নিম্নের সূত্রের সাহায্যে যোগটি করা হবে, যেই সেলে যোগফল নামানো হবে সেই সেলে কারসার পয়েন্টার রেখে সুত্র প্রয়োগ করতে হবে।
সুত্রঃ =sum(a1:e1) এন্টার কী প্রেস করতে হবে

বিয়োগঃ
দুটি সংখ্যার মধ্যে বিয়োগ করতে হলে নিম্নের সূত্রের সাহায্যে বিয়োগ করতে হবে-
সুত্রঃ =a1-b1 তারপর এন্টার কী প্রেস করতে হবে।

গুননঃ
দুটি সংখ্যার মধ্যে গুন করতে হলে নিম্নের সূত্রের সাহায্যে গুন করতে হবে-
সুত্রঃ =a1*b1 তারপর এন্টার কী প্রেস করতে হবে।

ভাগঃ
দুটি সংখ্যার মধ্যে ভাগ করতে হলে, নিম্নের সূত্রের সাহায্যে ভাগ করতে হবে-
সুত্রঃ =a1/b1 তারপর এন্টার কী প্রেস করতে হবে।

এভারেজঃ
দুটি সংখ্যার মধ্যে আভারেজ করতে হলে নিম্নের সূত্রের সাহায্যে আভারেজ করতে হবে-
সুত্রঃ = average(a1:e1) তারপর এন্টার কী প্রেস করতে হবে।

পার্সেন্টিজঃ
ধরি আমরা ৫০০০ টাকার ১০% কত হয় তা বের করব, তাহলে নিম্নের সূত্রের সাহায্যে পার্সেন্টিজটি নির্ণয় করব।
সুত্রঃ =a1*10% তারপর এন্টার কী প্রেস করতে হবে।

সর্বোচ্চ সংখ্যাঃ
কয়েকটি সংখ্যার মধ্যে সর্বোচ্চ সংখ্যা করতে হলে নিম্নের সূত্রের সাহায্যে সর্বোচ্চ সংখ্যা বের করতে হবে-
সুত্রঃ =max(a1:e5) তারপর এন্টার কী প্রেস করতে হবে।

সর্বনিম্ন সংখ্যাঃ
কয়েকটি সংখ্যার মধ্যে সর্বনিম্ন সংখ্যা করতে হলে নিম্নের সূত্রের সাহায্যে সর্বনিম্ন সংখ্যা বের করতে হবে-
সুত্রঃ =min(a1:e5) তারপর এন্টার কী প্রেস করতে হবে।

টিউনটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ,
Post a Comment