Windows Server 2008 ইন্সটল করার পদ্ধতি !!


Windows Server 2008 ইন্সটল করতে নিম্নলিখিত যে সব Hardware প্রয়োজন :-
Processor • Minimum: 1GHz (x86 processor) or 1.4GHz (x64 processor)
• Recommended: 2GHz orfaster Note: An Intel Itanium 2 processor is required
for Windows Server 2008 for Itanium-based Systems
Memory • Minimum: 512MB RAM • Recommended: 2GB RAM or greater
• Maximum (32-bit systems): 4GB (Standard) or 64GB (Enterprise and Data center)
• Maximum (64-bit systems): 32GB (Standard) or 2TB (Enterprise,
Data center and Itanium-based Systems
Available Disk Space • Minimum: 10GB • Recommended: 40GB or greater
Note: Computers with more than 16GB of RAM will require more disk space for paging, hibernation, and dump files
Drive DVD-ROM drive
Display and Peripherals • Super VGA (800 x 600) or higher-resolution monitor
Windows Server 2008 এর একটি অতিরিক্ত সুবিধা হল Windows server 2003 এর কিছু Version, Windows server 2008 এর মাধ্যমে Upgrade করা যায়। নিচে দেখুন কোন কোন Windows server 2003 এর Version Upgrade করা যায়।
Windows server 2003 থেকে Windows Server 2008
(a) Windows Server 2003 Standard Edition
(R2, Service Pack 1 or Service Pack 2)
(A) Full Installation of Windows Server 2008 Standard Edition
(b) Windows Server 2003 Enterprise Edition
(R2, Service Pack 1 or Service Pack 2) ( B) Full Installation of Windows Server 2008 Enterprise Edition
(c) Windows Server 2003 Data center Edition
(R2, Service Pack 1 or Service Pack 2) ( C) Full Installation of Windows Server 2008 Data center Edition
যাইহোক আজকের বিষয় Windows Server 2008 ইন্সটল করার পদ্ধতি চিত্রসহ নিচে দেওয়া হল।
1. Windows Server 2008 এর DVD সিডিটা DVD রুমে প্রবেশ করান । ( প্রথমে CPU এর Bios Setting করে নেন উইন্ডোজ Install করার জন্য )
2. তারপর আপনার কম্পিউটারটা Restart করেন।
3. Restart হওয়ার পর যখন Press any key to boot from CD/DVD চায় তখন যে কোন একটি Key ক্লিক করেন। তাহলে নিচের চিত্রের মত windows load হতে থাকবে।




4. তারপর Options থেকে আপনার language, Regional Setting ঠিক করে Next এ ক্লিক করেন।




5. তারপর installation process এর জন্য Install Now এ ক্লিক করেন।




6. এখান পরবর্তী Window এর জন্য এবং Automatic Activated হয়ে Install হওয়ার জন্য Product ID লিখে Next এ ক্লিক করুন।




7. যদি আপনার Product ID না থাকে তাহলে Product ID না লিখে Next এ ক্লিক করুন। তাহলে একটি ম্যাসেজ আসবে Do you want to enter Product Key Now? তখন আপনি No Press করুন। Windows Server 2008 ইন্সটল করার পর আপনাকে Product ID সংগ্রহ করে Product ID দিয়ে Windows Server 2008 Activated করতে হবে।




8. এখন নিচের Window তে দেখুন, Windows Server 2008 এর কয়েকটি Version Show করছে। এখান থেকে কোনটার জন্য আপনার কাছে Product Key আছে এবং কোন version চান সেটা Select এবং I have selected the edition of windows that i Purchase সিলেক্ট করে Next করুন।




9. যদি আপনি Original Product Id কিনে থাকেন, তাহলে Full version সিলেক্ট করে Next করুন।




10. নিচের চিত্রের মত I accept the license terms সিলেক্ট করে Next.




11. (ক) এ চিত্রে দেখন "Which type of installation do you want?" ( একটু আলোচনা করতে হয়. আমি আগেই আলোচনা করেছি যে Upgrade হচ্ছে, আপনার যদি Windows Server 2003 এর কিছু Version তা Update করে Windows Server 2008 চান তা করতে পারবেন।)
(খ) Custom (advanced) হচ্ছে আপনি আপনার HDD কে কম বেশি বা C Drive এ Windows এঁর যে কোন Version থাকে আপনি D Drive অনন্য কোন Version এর উইন্ডোজ বা একই উইন্ডোজ Install করতে পারবেন। আমি যা বুঝাতে চেয়েছি তা হয়তো বুঝতে পেরেছেন,যারা কম বেশি Computer এঁর সাথে জড়িত।
১১ (খ) Custom (Advanced) এঁ ক্লিক করুন।




এখন আসুন নিচের চিত্রের মত একটি Drive সিলেক্ট করে Next এ ক্লিক করুন।




12. নিচের চিত্রের মত Install Process হতে থাকবে। Install হওয়া পর্যন্ত Wait করুন। install হলে Restart চাইবে Restart করে নিবেন।




13. Install হওয়ার পর Restart হয়ে নিচের মত Log On Scree আসবে। Press CTRL+ALT+DEL to log in.




14. Click on Other User.




15. The default ×Administrator is blank, so just type ×Administrator and press Enter.
এখানে Default Administrator এ ফাঁকা আছে, সেখানে Administrator এবং ২ বক্স খালি রেখে Password & Confirm Pass লিখে Enter করুন।
তাহলে নিচের মত একটি window আসবে।




16. আপনার ব্যবহৃত Password টি পরিবর্তন হবে এঁর জন্য OK করুন। নিচের চিত্রের মত Flow করুন।




17. আবার এ Window তে আগের মত user Name = Administrator লিখেন, দ্বিতীয় box তা খালি রাখন, ৩-৪ লাইনে আগে যে Password টা দিছেন সেইটা আবার দেইয়ে OK করুন। তাহলে আগের Password টি পরিবর্তন হবে।




18. Password Change হলে Ok চাইবে, Ok করুন




অবশেষে আপনার কম্পিউটার টা Logged On হওয়ার সাথে সাথে Windows Server 2008 এঁর Install কাজ শেষ হয়ে Server এঁর জন্য উপযুক্ত পরিবেশ হল।
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Solution - All Rights Reserved
Template Created by CHOION