অতি সহজে HIDE করুন HARD DRIVE

HIDE করা  :
১. প্রথমে Start এ click করে RUN এ যেতে হবে অথবা windows logo key + r   press করে RUN এ যেতে হবে ।
২. cmd  লিখে Enter চাপতে হবে : এর ফলে Windows Command Prompt open হবে ।
৩. Windows Command Prompt এ  diskpart  লিখে Enter চাপতে হবে ।
৪. list volume  লিখে Enter চাপতে হবে : এর ফলে সকল Drive এর Volume number এবং Drive letter দেখা যাবে ।
৫. এখন যে Drive টি Hide করব  তার Volume number select করতে হবে । সেজন্য লিখতে হবে :select volume 1 (ধরি আমরা E নামের একটি Drive Hide করব যার Volume number  1 তাইvolume 1 লিখা হয়েছে । Volume number অন্য কিছু হলে সেটা লিখতে হবে ।)
৬. তারপর যে Drive টি Hide করব  remove letter  লিখে সেই Drive টির Drive letter লিখতে হবে । যেমন E Drive টি Hide করার জন্য লিখতে হবে : remove letter E
৭. এরপর Windos restart দিলেই দেখতে পাব Drive টি Hide হয়ে গেছে ।

UNHIDE করা :
পূর্বে উল্লেখিত নিয়মের ১ থেকে ৪ পর্যন্ত অনুসরন করতে হবে ।
তারপর :
৫. এখন যে Drive টি Unhide করব  তার Volume number select করতে হবে । সেজন্য লিখতে হবে :select volume 1 (ধরি আমরা E নামের একটি Drive Unhide করব যার Volume number 1 তাইvolume 1 লিখা হয়েছে । Volume number অন্য কিছু হলে সেটা লিখতে হবে ।)
৬. তারপর যে Drive টি Unhide করব  assign letter  লিখে সেই Drive টির Drive letter লিখতে হবে । যেমন E Drive টি Unhide করার জন্য লিখতে হবে : assign letter E
৭. এরপর Windows restart দিলেই দেখতে পাব Drive টি আবার দেখা যাচ্ছে ।
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Solution - All Rights Reserved
Template Created by CHOION