কেউ ভুল পাসওয়ার্ড দিলে অস্থায়ীভাবে লক হবে আপনার কম্পিউটার (Computer)

আপনি যখন কম্পিউটার থেকে দূরে থাকেন সেই সময় যে কেউ চেষ্টা করতে পারে আপনার কম্পিউটার ব্যবহারের জন্য আনুমান করে পাসওয়ার্ড দিয়ে। আপনি উইন্ডোজ সিকিউরিটি সেটিং এর মাধ্যমে অস্হায়ী ভাবে লক করতে পারবেন যদি কেহ একের অধিক ভুল পাসওয়ার্ড দেয়। ভুল পাসওয়ার্ড দিলে আপনার সিসটেম লক হয়ে যাবে ৩০ মিনিটের জন্য অথবা আপনি যেভাবে সেটিং করবেন। Windows 7 এ কাজটি কিভাবে করা যায় তা নিচে আলোচনা করা হল।
১. Start up সার্চ বক্সে Local Security Policy টাইপ করে এন্টার করুন।
২. এখান থেকে বাম পাশের উইন্ডো থেকে Account Policies এ যান এবং Account Lockout Policy সিলেক্ট করুন।
৩. এখন ডান পাশের উইন্ডো থেকে Account lockout threshold অপশন এ ডাবল ক্লিক করুন।
৪. নতুন উইন্ডো খুলবে এবং সেখানে value দেন কতবার ভুল পাসওয়ার্ড দিলে আপনার পিসি লক হবে এবং Apply বাটনে ক্লিক করুন।
৫. Apply বাটনে ক্লিক করলে একটি উইন্ডো খুলবে এবং আপনাকে দেখাবে একাউন্ট ৩০ মিনিটের জন্য লক হবে ভুল পাসওয়ার্ড দিলে। আপনি ইচ্ছে করলে আপনার ইচ্ছে মত সময় পরিবর্তন করতে পারেন Reset account lockout counter এ ক্লিক এর মাধ্যমে ।
৬. এরপর Ok করে বেরিয়ে আসুন।
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Solution - All Rights Reserved
Template Created by CHOION