হোয়াটস অ্যাপে ভয়েস কলিং অ্যাক্টিভেট


whatsapp_android_voice_calling_screen_1.jpgঅ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা হোয়াটস অ্যাপের মাধ্যমে কীভাবে ভয়েস কলিং সুবিধা ভোগ করতে পারবেন, বিষয়টি কিন্তু এর আপডেট ভার্সনের ওপরেই সীমাবদ্ধ নয়। এজন্য ব্যবহারকারীকে কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে। যদিও বিষয়টি একেবারেই সহজ। 

আপনার অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটটিতে হোয়াটস অ্যাপের সর্বশেষ ভার্সন ২.১২.৭ ডাউনলোড করুন। গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনার ডিভাইসটি ২.১১.৫৬১ ভার্সনের কি-না। 

আপনার অ্যান্ড্রয়েডে সর্বশেষ ভার্সনটি ইন্সটল করার পর হোয়াটস অ্যাপের মাধ্যমে ভয়েস কলিং সুবিধা রয়েছে এমন কাউকে কল দিতে বলুন। তাতে সর্বশেষ ভার্সনটি আপনার হ্যান্ডসেটে ইন্সটল হয়েছে কি-না তা নিশ্চিত হতে পারবেন।  

ফিচারটি আপনার স্মার্টফোনে অ্যাক্টিভ হওয়ার পর আপনি তিনটি নতুন লে-আউট দেখতে পাবেন। এর মধ্যে একটি কল, একটি চ্যাট ও একটি কন্টাকটের।
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Solution - All Rights Reserved
Template Created by CHOION